ভোলা শহরের বাংলাস্কুল মাঠে অবস্থিত ভাসানী মঞ্চ থেকে ফাহিম আহমেদ মুন নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
ফাহিমের বাবা মো. সেলিম ভোলা জেলা শহরের কাঁচাবাজার এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তাদের বাড়ি বরিশালে।
নিহত ফাহিমের স্বজনরা জানান, শুক্রবার বিকেলে বাসা থেকে বের হন ফাহিম। এরপর তিনি রাতে আর বাড়ি ফেরেননি। শনিবার সকালে স্থানীয় লোকজন ওই যুবকের মরদেহটি ভাসানী মঞ্চে ঝুলন্ত অবস্থায় দেখে স্বজন ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তার মরদেহটি উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
ভোলা থানার ওসি আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান, পুলিশ মুন নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
বিডি প্রতিদিন/এএম