টেকনাফের নাফ নদে মাছ শিকারের সময় দুই দফায় ১৯ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের আরাকান আর্মি। বৃহস্পতিবার সকাল ও দুপুরে শাহপরীর দ্বীপের ঘোলারচর এবং নাফ নদ সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে।
এর আগে, ১০ ফেব্রুয়ারি নাফ নদ মোহনা থেকে অপহৃত ছয় বাংলাদেশি জেলেকে এখনো ছাড়েনি আরাকান আর্মিরা।
জানা গেছে, ২০ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে টেকনাফ শাহপরীর দ্বীপের মাঝের পাড়ার দুটি ইঞ্জিনচালিত নৌকায় থাকা ১০ জন জেলে মাছ ধরতে গেলে আরাকান আর্মি অস্ত্রের মুখে তাদের জিম্মি করে নিয়ে যায়।
অপহৃত জেলেদের মধ্যে রয়েছেন কালা মিয়া, নুরুল আলম, আব্দুর রহমান, আবুল কালাম আহমদ, মো. লাইল্যা, কবির আহমেদ, মো. ইউনুছ, নুরুল ইসলাম, লুৎফুর রহমান এবং রহিম উল্লাহ।
অপরদিকে, দুপুরের দিকে নাফ নদ সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে আরও ৯ জন জেলেকে অপহরণ করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি আবদুল জলিল বলেন, "ফেরার পথে মাছ ধরার দুটি ট্রলারসহ ৯ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি। এর আগে অপহৃত ছয় জেলেকেও এখনো ছেড়ে দেওয়া হয়নি।"
শাহপরীর দ্বীপ মাঝপাড়ার নৌঘাটের সাধারণ সম্পাদক আবদুর গফুর জানান, "তার ঘাটের দুটি নৌকার মালিক মো. কালাইয়া ও জাফর আলমের নৌকা নিয়ে ১০ মাঝিমাল্লা মাছ ধরতে গেলে তাদেরও ধরে নিয়ে যাওয়া হয়।"
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন,"জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি কিছুক্ষণ আগেই শুনেছি। বিজিবির সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।"
বিডি প্রতিদিন/আশিক