প্রতি বছরের ন্যায় এবারও নোয়াখালীতে নারী উদ্যোক্তা ফোরামের উদ্যোগে তিন দিনব্যাপী ঈদ আনন্দ মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা শহরের মাইজদী প্রধান সড়কে এই মেলার আয়োজন করা হয়েছে। নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ওআইসিটি) তাসলিমুন নেছা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখিনুর জাহান লীলা অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলা উদ্বোধন করেন।
এ সময় বেসিক শিল্প নগরীর ভারপ্রাপ্ত ডিজিএম আসাদ উদ্দিন হাসান। নোয়াখালী পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ সেলিম। মেলার আহবায়ক শাহজাদী আফরোজ, সদস্য সচিব ফেনসি হুমাইরা।ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরিফুল ইসলাম ও সাংবাদিক আকবর হোসেন সোহাগসহ মেলার নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। মেলায় দেশীয় পণ্য হস্তশিল্প ও দেশীয় পিঠাসহ ৪০টি স্থান পেয়েছে। আগামী তিন দিন এই মেলা চলবে।
বিডি প্রতিদিন/এএ