কোল্ড স্টোরেজে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে আবারো রাস্তায় আলু ফেলে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেন কৃষকেরা। আজ বুধবার দুপুর ১২টার দিকে পবা উপজেলার বায়া এলাকায় এই কর্মসূচি শুরু করেন তারা।
এ সময় কৃষকরা বলেন, প্রতি কেজি আলুর সংক্ষরণের জন্য আগে ৪ টাকা ভাড়া দিতে হতো তাদের। সম্প্রতি তা বৃদ্ধি করে ৮ টাকা করে কোল্ড স্টোরেজের মালিকরা।
চাষীরা জানান, আগে প্রতিবস্তা আলু রাখতে ২৫৫ টাকা ভাড়া লাগতো। তা বাড়িয়ে ৫৬০ টাকা করা হয়েছে। হঠাৎ করে হিমাগার ভাড়া দ্বিগুণ করায় লোকসানে পড়বে চাষীরা। এর আগে কৃষকদের আন্দোলনের মুখে কোল্ড স্টোরেজে মালিক পক্ষ ভাড়া বৃদ্ধি কমানোর আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করছে না। দফায় দফায় আবেদন জানিয়েও ভাড়া কমানোর দাবি পূরণ না হওয়ায় বাধ্য হয়ে আবারো অন্দোলনে নেমেছে চাষীরা। এ সময় কৃষকরা রাস্তায় আলু ফেলে প্রতিবাদ করেন।
আন্দোলনরত কৃষকরা বলেন, আলু সংক্ষণের ভাড়া কমানো না হলে তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। পাশাপাশি মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুমকি দেন কৃষকেরা। প্রতিবাদ বিক্ষোভ শেষে রাজশাহীর নওগাঁ সড়কে আলু ফেলে আন্দোলন করেন কৃষকরা।
বিডি প্রতিদিন/জামশেদ