সিরাজগঞ্জের বেলকুচিতে অস্ত্র মামলায় গোপাল চন্দ্র নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় একজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।
আজ বুধবার বেলা ১২টার দিকে সিরাজগঞ্জের যুগ্ন জেলা ও দায়রা জজ (১ম) আদালতের বিচারক সুপ্রিয়া রহমান আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত গোপাল চন্দ্র বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের হরিপদ চন্দ্র্র সূত্রধরের ছেলে।
মামলার বরাত দিয়ে ওই আদালতের এপিপি মো. হাদীউজ্জামান সেখ জানান, ২০১৮ সালের ১০ অক্টোবর সদর উপজেলার কাদাই সিলভার ডেলপার্কের সামনে অস্ত্র ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও গোপাল চন্দ্র সুত্রধরকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা স্কুল ব্যাগ তল্লাশি করে ৮টি দেশিয় ওয়ান শুটার গান ও ১৫ রাউন্ড গুলি জব্দ করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে ২জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের করা হয়। সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক গোপাল চন্দ্রকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি রেজাউল করিমকে খালাস প্রদান করেন।
বিডি প্রতিদিন/জামশেদ