বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ছাত্রদের সংবর্ধনা দিয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। আজ রবিবার সকাল সাড়ে ১০টায় প্রতিষ্ঠানটির উদ্যোগে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের সভাপতিত্বে এতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম, দেব প্রসাদ দেওয়ান, বরুন বিকাশ দেওয়ান, বৈশালী চাকমা, মিনহাজ মুরশীদ, লুৎফুন্নেসা বেগম, প্রনতি রঞ্জন খীসা, ড্যানিয়েল লাল মুয়ান সাং পাংখোয়া, প্রতুল চন্দ্র দেওয়ান, সাগরিকা রোয়াজা, নাইউ প্রু মারমা, রাঙাবী তঞ্চঙ্গ্যা, দয়াল দাশ, ক্যওসিংমং উপস্থিত ছিলেন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বলেন, এ দেশকে যারা নতুন করে জন্ম দিয়েছে তাদের নাম বাংলার মাটিতে স্বর্ণাক্ষরে লিখা থাকবে। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যারা আহত কিংবা নিহত হয়েছে তাদের পাশে বর্তমান সরকার আছে এবং থাকবে। রাঙামাটিতে যেসব ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিল তাদেরকে আমরা সম্মানের সাথে স্মরণ করছি। তাদের আজ পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত। তাদের বীরত্ব প্রতিদানের কথা আমরা কখনো ভুলব না।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার গণঅভুথ্যানে আহদের তিন ক্যাটাগরিতে ৮ (আট) জনকে আর্থিক সহায়তা হিসেবে চেক প্রদান করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।
সংবর্ধনা প্রাপ্ত মো. আমান উল্লাহ ও মো. ইমরানকে ২ লাখ টাকার চেক দেওয়া হয়। মো. উসমান হারুন, মো. আবদুল হক ও রাকিব হাসান কে এক লাখ ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়। এছাড়া মো. কামরুল হাসান কাদের, নবাব শরীফ সজীব ও মো. আবদুল আহাদকে ৯০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ