সিরাজগঞ্জের কাজিপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় জুলেখা খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী হারুন-অর রশীদ।
আজ শনিবার ভোরে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ছালাভরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুলেখা খাতুন ও আহত হারুনর রশীদ উপজেলার ছালাভরা পুর্বপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, ফজরের নামাজ পড়ে স্বামী-স্ত্রী মিলে বাড়ির পাশের রাস্তায় হাঁটতে বের হন। হাটঁতে হাঁটতে দুজন ছালাভরা বাজার এলাকায় পৌঁছলে একটি বালুবাহী ট্রাক জুলেখা ও তার স্বামীকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই জুলেখা মারা যায় এবং আহত হয় স্বামী হারুন-অর-রশিদ। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাজিপুর থানার ওসি (তদন্ত) লাল মিয়া জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ভোরের দিকে দুর্ঘটনা ঘটায় ট্রাকটি শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/জামশেদ