যমুনা সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জের সয়দাবাদ গোলচত্বর এলাকায় র্যাব-১২ সদস্যরা অভিযান চালিয়ে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি কার্ভাড ভ্যানও জব্দ করা হয়েছে। শুক্রবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকককৃতরা হলো-দিনাজপুরের বিরলপুর থানার মুরাদপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে ফরমান হোসেন (৪০) ও ঠাকুরগাঁওয়ের কালিকাগাও গ্রামের রাশিদুল ইসলামের ছেলে লিটন ইসলাম মাসুদ (২৮)।
র্যাব-১২ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে কার্ভাড ভ্যানে লুকানো অবস্থায় ৫১ কেজি গাজাসহ দুজনকে আটক করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ