কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে পুড়ে আইরিন নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু ঘটেছে। নিহত আইরিন সুকদেব এলাকার জনৈক আল আমিনের কন্যা বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার মধ্যরাতে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুকদেব কদমতলা এলাকায় চায়ের দোকানদার হান্নানের বাড়িতে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে বাড়ির মালামালসহ ঘরে ঘুমিয়ে থাকা শিশু আইরিন পুড়ে ভস্মীভূত হয়। পরে স্থানীয়রা খবর দিলে খবর পেয়ে রাজারহাট উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ব্যাপারে রাজারহাট থানার ওসি তসলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএ