কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ'র সহায়তায় 'ইয়ুথ ক্যারিয়ার ডেভেলপমেন্ট ওয়ার্কশপ' কর্মশালা অুনষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জের কোটালীপাড়া বাপার্ড প্রশিক্ষণ সেন্টারে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ কোটালীপাড়া মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।
এতে নিবন্ধিত ২৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালায় ক্যারিয়ারের সফট স্কিল ও ট্যাকনিক্যাল স্কিল বিষয়ে জ্ঞ্যান অর্জনে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, শেখ লুৎফর রহমান সরকারি কলেজের সহকারী অধ্যাপক অমিয় বিশ্বাস, কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষে ইয়ুথ স্পেশালিষ্ট স্যামসন বৈদ্য, বিজয় বাংলাদেশের পরিচালক ফ্রন্সিস কিশোর প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে কান্দি বিডি০৩৫৬ প্রজেক্টের ম্যানেজার রিপন কুন্দা তাদের এনজিও'র কার্যক্রমের বিবরণ প্রজেক্টের মাধ্যমে তুলে ধরেন। তিনি তাদের কার্ক্রমের ৮টি সেক্টর হেলথ, ওয়াশ, ফুড সিকিউরিটি, চাইল্ড প্রোটেকশন, কোয়ালিটি এ্যাডুকেশন, লাইভলিহুড, ইয়ুথ ডেভেলপমেন্ট ও ক্লাইমেট চেইঞ্জ বিষয় বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানটি প্রবীর সরকার, রাজু উজ্জ্বল বিশ্বাস সহ কোটালীপাড়ার প্রজেক্ট ম্যানেজারদের নেতৃত্বে পরিচালিত হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন রেভা. ডেভিড মৃধা।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিটি ইয়ুথ তাদের শিক্ষন, অভিমত ও তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথিসহ সকল বিশেষ অতিথিদের প্রতিষ্ঠানের পক্ষে সম্মাননা স্মারক ক্রেস্ট উপহার হিসেবে প্রদান করা হয়। অনুষ্ঠানের মূল্যায়নের মধ্যে দিয়ে আগামীতে আরও সুন্দর ও বাস্তবমুখী কার্যক্রমের প্রতিশ্রুতি দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ