মহান ভাষা দিবস উপলক্ষে বাগেরহাটে খানজাহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে খানজাহান সভ্যতা ও সংস্কৃতির উপর বিতর্ক ও রচনা প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে দু’দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বাগেরহাট প্রেসক্লাবে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার তৌহিদুল আরিফ। অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রত্নতত্ব অধিদফতরের বরিশাল ও খুলনা বিভাগের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন, বাগেরহাটের ষাটগম্বুজ যাদুঘরের কাস্টোডিয়ান যায়েদ, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, ষাটগম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম, খানজাহান ওয়েলপেয়ার ফাউন্ডেশনে সভাপতি প্রকৌশলী এস এম আল খাতিব, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বক্তব্য রাখেন।
প্রতিযোগিতা শেষে বিভিন্ন স্কুলের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/একেএ