মুন্সিগঞ্জে নিখোঁজ যুবক সাইফুল ইসলাম লিখনের (৩২) সন্ধানের দাবিতে মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জে প্রেসক্লাবের সামনে কামারখাড়া ইউনিয়বাসীর ব্যানারে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় নিখোঁজের স্বজন ও শতাধিক এলাকাবাসী।
মানববন্ধনকারীরা জানায়, গত ৬ ফেব্রুয়ারি ঢাকা থেকে মুন্সিগঞ্জ শহরের ইসলামপুরে বন্ধুর সাথে দেখা করতে আসে ৩২ বছর বয়সী লিখন। এদিন রাত ১১টা থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে ও নানাভাবে খুঁজেও তার সন্ধান মিলছে না। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হলেও কোন অগ্রগতি নেই। এতে নানা শঙ্কায় দিন কাটছে স্বজনদের। লিখনের দ্রুত সন্ধান দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করে মানববন্ধন শেষ হয়।
এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, নিখোঁজ ব্যাক্তির সন্ধানে আমাদের পক্ষ থেকে সাধ্যমত তৎপরতা চলছে।
লিখন মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া এলাকার দুলাল হাওলাদারের ছেলে। নিখোঁজ ঘটনায় গত ৭ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করে লিখনের ভাই বাবু হাওলাদার।
বিডি প্রতিদিন/জামশেদ