তরুণদের নিয়ে ফেনী পৌর এলাকার দখল-দূষণে বিপর্যস্ত সবচেয়ে দীর্ঘ কুমড়াচড়া খালটি পুনরুদ্ধার শুরু করেছে পৌর ও জেলা প্রশাসন। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে বৃহস্পতিবার সকাল থেকে তারুণ্যের উৎসবকে সামনে রেখে খালটির প্রবাহ ফেরানোর কাজ শুরু করে পৌর প্রশাসন। তাদের উদ্যোগের সঙ্গে একাত্মতা জানিয়ে কাজে নেমে পড়েন বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও শিক্ষার্থীরা। সংকল্প একটাই, কুমড়াচড়া খালটি পুনরুদ্ধার করে ফেরানো হবে পানি প্রবাহ।
খোঁজ নিয়ে জানা যায়, ফেনী শহর দিয়ে (আরামবাগ এলাকা) বয়ে চলা কুমড়াচড়া খালটির দৈর্ঘ্য অন্তত ৪ কিলোমিটার ও ৩০ ফিট চওড়া। দীর্ঘ এক যুগ ধরে দখল আর দূষণে অস্তিত্ব হারিয়েছে এক সময়ের প্রবাহমান খালটি। খালটির বিভিন্ন অংশে দোকানপাট, ধর্মীয় উপাসনালয় ও বাসাবাড়ির ময়লা আবর্জনা ফেলায় পানিপ্রবাহ বন্ধ হয়ে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। এতে মশা মাছির উৎপাত বেড়ে ভোগান্তির শিকার হচ্ছে পৌরবাসী।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সংগঠক সৌরভ হোসেন শাকিল বলেন, ‘তারুণ্যের উৎসবকে আমরা একটু ভিন্নভাবে উদযাপন করার চেষ্টা করেছি। আমাদের জেলা শহরের বিভিন্ন খালগুলো দখল করে দূষণ করেছে স্থানীয় একটি মহল। এজন্য বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি করে। আমরা উদ্যোগ নিয়েছি এই খালগুলোকে দখল এবং দূষণমুক্ত করে আগের ন্যায় সচল করার।’
জয়িতা জান্নাত নামের এক শিক্ষার্থী বলেন, ‘কুমড়চড়া খালটি আমাদের জেলা শহরের গুরুত্বপূর্ণ একটি খাল। বর্তমান সময়ে আমাদের এই খালটি ময়লার স্তুপে পরিণত হয়েছে। এ থেকে মশা-মাছির উপদ্রব বেড়ে স্থানীয় মানুষের নানা পানিবাহিত রোগ হচ্ছে। তারুণ্যের উৎসবকে কেন্দ্র করে পৌর প্রশাসনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আমরাও এই খালটি পুনরুদ্ধারের অংশ নিয়েছি। আমরা এই খালটি আগের ন্যায় সচল করার সর্বোচ্চ চেষ্টা করবো।’
এই বিষয়ে ফেনী পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, ‘খালের সঙ্গে কৃষি ও মানুষের জীবন জীবিকার এক নিবিড় সম্পর্ক রয়েছে। অতীতে এই খালগুলো দখল এবং দূষণের ফলে শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং সর্বসাধারণকে গণভোগান্তি পোহাতে হয়। বিষয়টি মাথায় রেখে যুবসমাজকে নিয়ে এই কার্যক্রম হাতে নিয়েছি। সামনে এই খাল ছাড়াও বাকি খালসমূহ উদ্ধার কার্যক্রম হাতে নেয়া হবে বলে জানান তিনি।
উল্লেখ, ২৭ দশমিক ২০ বর্গকিলোমিটার আয়তনের ফেনী পৌরসভায় প্রায় ৪ লাখের অধিক মানুষের বসবাস। ছোট্ট এই শহরে সর্বমোট ১৩ কিলোমিটারের ৭টি খাল রয়েছে। যা দখল-দূষণে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ