জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত ফরিদপুরের ১০ শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এ অনুদান প্রদান করা হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাকাহীদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা, সিভিল সার্জন মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক সোহেল রানা, মেহেদী হোসেন, আনিসুর রহমান প্রমুখ।
জেলা পরিষদের সহযোগিতায় এসময় গণআন্দোলনে গুরুতর আহত ফরিদপুর জেলার ১০ শিক্ষার্থীর প্রত্যেকের মাঝে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত