অটোরিকশা চালক ও স্কুলছাত্র রোমান শেখের (১৫) সন্ধানের দাবিতে পূর্ব ঘোষিত মানববন্ধন থেকে মুন্সিগঞ্জের সিরাজদীখান থানায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এসময় থানার দরজা ও জানালা, আসবাবপত্র ও ৫টি গাড়ি ভাংচুর করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, বুধবার সকালে সিরাজদীখান উপজেলা মোড়ে উপজেলার কোলা ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয়রা জড়ো হয়ে এই মানববন্ধন করে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীসহ স্থানীয়রা সিরাজদীখান থানা ও থানা সংলগ্ন সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে অতর্কিতে হামলা চালায়। এসময় ৫টি গাড়ি, থানার ভেতরের দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে।
এ ব্যাপারে জানতে চাইলে সিরাজদীখান সার্কেলের সহকারি পুলিশ সুপার ইমরান খান বলেন, মানববন্ধন শেষ করে অতর্কিতে হামলা চালানো হয়। এসময় বেশ কিছু গাড়ি ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। মানববন্ধনকারীরা তিন দিনের মধ্যে নিখোঁজ রোমানের সন্ধান দাবি করেছেন।
নিখোঁজের দীর্ঘদিন পার হলেও তার সন্ধান না পাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা এ আন্দোলনে নামে। মানববন্ধনকারীরা ৩ দিনের মধ্যে রোমানের সন্ধান চেয়ে আল্টিমেটাম দিয়েছেন। প্রসঙ্গত, জেলার সিরাজদীখান উপজেলার থৈরগাঁও গ্রামের মিরাজ শেখের ছেলে রোমান শেখ গত ২১ জানুয়ারি থেকে নিখোঁজ রয়েছে। স্থানীয়রা জানান, ২৩ দিন পেরিয়ে গেলেও রোমান শেখের সন্ধান দিতে পারেনি পুলিশ, যা তাদের ক্ষোভের মূল কারণ।
সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন কাজ করছে এবং ঘটনার তদন্ত চলছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ