নীলফামারীর সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাতে লাগা ভয়াবহ ওই আগুনে পুড়ে গেছে গাবাদি গরু ছাগলসহ ১৭টি পরিবারের ৩২টি ঘর ও মূল্যবান সব জিনিসপত্র। উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ব্রম্মোত্তর পশ্চিমপাড়ায় গ্রামে ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সোমবার দিবাগত রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তরা জানান, মৃত ওসমান আলীর ছেলে সেকেন্দার আলীর বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, ধান-চাল, নগদ অর্থসহ সব ধরনের মালামাল পুড়ে যায়। এছাড়া ২টি গরু ও ২টি ছাগল পুড়ে মারা গেছে। আগুনের তীব্রতা এতো ভয়াবহ ছিল যে, সৈয়দপুর ও তারাগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটকে দুই ঘণ্টা লাগে আগুন নিয়ন্ত্রণে আনতে।
ক্ষতিগ্রস্ত সেকেন্দার আলী দাবি করেন, তার দুটি সেমিপাকা টিনশেড ঘরসহ মালামাল পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তার ভাই সাইদুল ইসলামেরও সমপরিমাণ ক্ষতি হয়েছে। মকছেদ আলীর ছেলে বাদশা মিয়ার পরিবার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। একইভাবে মৃত মকবুল হোসেনের ছেলে আব্দুল কাদের ও তার সন্তানদের ৭টি শোবার ঘর, ২টি রান্নাঘর, নগদ ১ লাখ ৫০ হাজার টাকা এবং ১টি গরু আগুনে পুড়ে যায়, এতে তাদেরও প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী বলেন, ‘আগুনের ভয়াবহতায় প্রায় ১৬/১৭টি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় কম্বল ও শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।
তারাগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফ আব্দুল্লাহ জানান, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতির পরিমাণ কোটি টাকারও বেশি হতে পারে। খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করি এবং উদ্ধার কাজ করি। জনগণের ভিড়ে এখানে সবচেয়ে বাধার সম্মুখীন হয়েছি। এছাড়া রাস্তা সরু হওয়ায় আমাদের আগুন নিয়ন্ত্রণে আনতে একটু সময় লেগেছে। উদ্ধার কাজে স্থানীয় বাসিন্দারাও অংশ নেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দীন জানান, শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/আরাফাত