চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের কার্যালয় ও শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর করেছে স্থানীয় বিক্ষুদ্ধ ছাত্র-জনতা। এ সময় জেলা আওয়ামী লীগের কার্যালয়েও ভাঙচুর চালানো হয়।
বুধবার রাতে এবং বৃহস্পতিবার দুপুরে বুলডোজার দিয়ে এসব স্থাপনা ভেঙে ফেলা হয়। এসময় ছাত্র-জনতার নামে স্লোগান দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে একত্রিত হন বিক্ষুদ্ধ ছাত্র-জনতা। সেখান থেকে মিছিল বের হয়। মিছিলটি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেখ মুজিব ও ফজিলাতুন্নেসা মুজিবের ম্যুরাল ভেঙে দেয়। পরে মিছিলটি চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের ভেতরে ঢুকে সেখানকার ম্যুরালটিও ভেঙে ফেলে। রাতেই ছাত্র-জনতার মিছিল চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে বুলডোজার দিয়ে দলীয় অফিসের প্রধান গেট ও শেখ মুজিবের ম্যুরাল ভেঙে দেয়। ছাত্র-জনতার একটি দল জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভেতরে ঢুকে ভাঙচুর করে। গভীর রাত পর্যন্ত বিক্ষুব্ধ জনতার এ ভাঙচুর চলে।
এদিকে, বৃহস্পতিবার দুপুরে আলমডাঙ্গা শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থাকা শেখ মুজিবের ম্যুরাল ভেঙে গুড়িয়ে দেয় ছাত্র-জনতা। সেখানেও বুলডোজার ব্যবহার করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল