ঝিনাইদহে শেখ মুজিবুর রহমানের দুটি ম্যুরাল ভাঙচুর করে অগ্নিসংযোগ করে বৈষম্যবিরোধী ছাত্ররা। বুধবার রাত সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমির সামনে এবং চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে স্থাপিত শেখ মুজিবের দুটি ম্যুরাল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা তারিক রেজার নেতৃত্বে ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্ররা সমবেত হয়। সেসময় তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা শিল্পকলা একাডেমির সামনে স্থাপিত ম্যুরাল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে স্থাপিত শেখ মুজিবুর রহমানের আরেকটি ম্যুরাল ভাচুর করে।
বিডি প্রতিদিন/এএ