চট্টগ্রামের ফটিকছড়ির হেঁয়াকো বাজার থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মনিবন্ধন, জাতীয়তা সনদ ও প্রত্যয়নপত্রসহ বিভিন্ন সনদ জালিয়াতির অভিযোগে মো. রাসেল (২৫) নামের এক দোকানিকে হাতেনাতে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে তিন মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।
বুধবার (৫ ফেব্রুয়ারি) ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। মো. রাসেল উপজেলার দাঁতমারা ইউনিয়নের সিকদারখিল এলাকার মৃত মোস্তফা মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি হেঁয়াকো বাজারে কম্পিউটারের দোকান চালিয়ে এসব জালিয়াতি করে আসছিলেন বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী জানান, অভিযানে তার দোকান থেকে বিভিন্ন প্রকার জাল কাগজপত্র উদ্ধার করা হয়। এছাড়া, একজনের কাগজপত্র ব্যবহার করে অন্যজনের নামে সনদ তৈরি ও রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার চুক্তির তথ্যও পাওয়া যায়। এসব অপরাধে মো. রাসেলকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/আশিক