রাঙামাটিতে পুকুরে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর শহরের মানিকছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম শরীফ উদ্দিন কাজল বাসু (২০)।
জানা গেছে, স্থানীয় মাদ্রাসার পুকুরে গোসল করতে নামেন শরীফ উদ্দিন কাজল। পুকুরে ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে পানিতে তলিয়ে যান তিনি। বিষয়টি লক্ষ্য করে তার সহপাঠীরা। পরে তাকে খুঁজে না পেয়ে খবর দেয় রাঙামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে। পরে ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাঙামাটি কোতয়ালী থানার এসআই তারেক সুমন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের অনুরোধের কারণে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা