নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েই নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাবেক এমপি, স্বরাষ্ট্র মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত আব্দুল মতিন চৌধুরীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সদ্য ঘোষিত নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফুল আহমেদ টুটুল।
মঙ্গলবার দুপুরে উপজেলার বিরাবো এলাকায় এ শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ দিপু, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম ইমন, থানা যুবদলের সাবেক সহসভাপতি ও নিঝুম পল্লী গ্রুপের চেয়ারম্যান আবুল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় প্রয়াত আব্দুল মতিন চৌধুরীর রেখে যাওয়া অবদানের স্মৃতিচারণ করে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল বলেন, আব্দুল মতিন চৌধুরী ছিলেন দেশের রত্ন, রূপগঞ্জের কীর্তিমান সন্তান। তার অবদান রূপগঞ্জের পূর্বাচল নতুন শহরসহ শিল্পনগরীর উন্নয়ন চিত্র। এটা প্রমাণিত। আমি নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতৃত্বে গুণগত মান রক্ষায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছি। নিজ উপজেলা বিএনপির সবাই ধানের শীষ প্রতীকে ঐক্যবদ্ধ রয়েছেন। এখানে মতের পার্থক্য থাকলেও কোনও বিভাজন বা গ্রুপিং নেই।
বিডি প্রতিদিন/একেএ