হবিগঞ্জের বাহুবলে পানির পাইপের কাছে ছাগল চরানো নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষে আ. সাত্তার (৫০) নামে একজন নিহত হয়েছেন। নিহত সাত্তার উপজেলার বালিচাপড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
মঙ্গলবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বালিচাপড়া গ্রামে ধানক্ষেতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুস সাত্তার ও তার ভাই মো. আলতা মিয়া তাদের বাড়ির অদূরে ধানের জমিতে শ্যালো মেশিন দিয়ে পানি সেচ দেওয়ার কাজ করছিলেন। এসময় একই গ্রামের মোছা. রোকেয়া বেগম (৪২) পানির পাইপের কাছে ছাগল চরাতে যান। এ নিয়ে সাত্তার মিয়া ও আলতা মিয়া ছাগলে পানির পাইপ নষ্ট করার আশঙ্কা নিয়ে রোকেয়া বেগমের সাথে তাদের কথা কাটাকাটি হয়।
পাশের জমিতে কাজ করতে থাকা রোকেয়া বেগমের স্বামী মোহাম্মদ ইয়াদ উল্লা ও তার ভাই মো. নুরু উল্লাহ এগিয়ে এসে আব্দুস সাত্তার ও আলতা মিয়ার সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এতে আব্দুস সাত্তার মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারান। পরে আব্দুস সাত্তারকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় মোছা. রোকেয়া বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/এমআই