বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহের ভালুকা, গফরগাঁও এবং পাগলা থানায় লিফলেট বিতরণ করেছে জাতীয়তাবাদী তাঁতী দল।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ভালুকা উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে উপজেলা ও পৌর তাঁতীদলের উদ্যোগে আলোচনা সভা এবং তাঁতী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ।
ময়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতী দলের সভাপতি ডা. রুহুল আমীনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সদস্য সচিব হাজী মজিবুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মন্ডল, ভালুকা উপজেলা তাতীদলের সাবেক আহবাহক প্রভাষক তাজ উদ্দিন আহমেদ প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামসুদ্দিন আহমেদ, আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, উপজেলা বিএনপি নেতা রহিম আকন্দ, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন, সহ দপ্তর সম্পাদক মাসুদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোজাম্মেল হক বকুল, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির বুলবুল, উপজেলা তাঁতীদলের সাবেক সিনি. যুগ্ম আহ্বায়ক একেএম মোহাম্মদ উল্লাহ খান কামাল, সাবেক সদস্য সচিব রাকিবুল ইসলাম রিপন, পৌর তাঁতীদলের সাবেক আহ্বায়ক আব্দুস সামাদ আজাদ, সাবেক সদস্য সচিব রাকিবুল ইসলাম রিপন ও ভালুকা পৌর ছাত্রদলের আহ্বায়ক মিয়াদুল হক খান প্রমুখ।
বিডি প্রতিদিন/মুসা