‘বিট পুলিশিং সফল করি, অপরাধমুক্ত সমাজ গড়ি’, এই স্লোগানে সন্ত্রাস, মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং কিশোর গ্যাং-সহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকল্পে শেরপুরে সদর থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় পৌর নিউ মার্কেটে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সদর থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি সেবার মান ও থানা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনায় অংশ নেন পুলিশ সুপার।
বিট পুলিশিং মতবিনিময় সভায় শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভুঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল করিম উপস্থিত ছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, শহীন বুলবুল সড়ক ব্যবসায়ী সমিতির সভাপতি লুৎফর রহমান বাদলসহ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, সুধীজন, স্থানীয় জনসাধারণ, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম, সনাতন ধর্মাবলম্বী, স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই