গাজীপুরের শ্রীপুরে উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক সদস্য শরিফুল ইসলাম সরকারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে কয়েক হাজার নেতা কর্মী অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পল্লী বিদ্যুৎ মোড় হতে ২ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে মাওনা চৌরাস্তা ওভার ব্রিজের নিচে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
শ্রীপুর পৌর শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক স্বপন আহমদের সভাপতিত্বে ও শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি বাচ্চু মিয়া, শ্রীপুর পৌর শ্রমিক দলের সিনিয়র যুগ্ন সম্পাদক শেখ মোহাম্মদ শহিদুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম সুজন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুনসুর আহমেদ, গোসিংগা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জালাল শিকদার, মাওনা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, গাজীপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শফিক মোল্লা, রাজাবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সবুজ আহমেদ, কাওরাইত ইউনিয়ন শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান উদ্দিন খান, বর্মী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকা, তেলীহাটী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক ওমর ফারুক, গাজীপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক এইচ এম হাবিব, রাজাবাড়ি ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাগমার, গোসিংগা ইউনিয়ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ