মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় বিদ্যালয় মাঠে এই পুরস্কার বিতরণী ও তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেন্টু মিয়ার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার মাহামুদুর রহমান কুট্টি, বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এম এ বাতেন, সাংগঠনিক সম্পাদক জুয়েল ভূইয়া, সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হামিদুর ইসলাম লিংকন, সিরাজদিখান প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, বিএনপি নেতা নাজমুল হক নান্টু, বীর মুক্তিযোদ্ধা নূর এ এলাহী, প্রফেসর ড. জমির হোসেনসহ স্থানীয় শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
বিডি প্রতিদিন/জামশেদ