ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের কাউলিবেড়া গ্রামের অনন্যা আক্তার সাথী (১৫) নামে এক মাদ্রাসার ছাত্রী ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে। তার সন্ধানের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে ‘কাউলিবেড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ’ এর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে এলাকার শতাধিক লোক অংশগ্রহণ করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নিখোঁজ ছাত্রীর বাবা তারা মিয়া, মা জাহানারা বেগম, কাউলিবেড়া কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন খান, ছাত্রীর চাচা শাহ আলম, সংস্কৃতি কর্মী জাফর ইকবাল আকাশ প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে নিখোঁজ ছাত্রী অনন্যা আক্তার সাথীর মা জাহানারা বেগম বলেন, আমার আদরের অন্যন্যাকে আপনারা এনে দেন। আমি আমার মায়ের মুখটা দেখতে চাই।
বাবা তারা মিয়া বলেন, “আমার মেয়ে গত ২১ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার সময় নিখোঁজ হয়। গত ১০ দিনেও তাকে খুঁজে না পাওয়ায় আমরা চরম কষ্টে রয়েছি। আমরা তার সন্ধান চাই। মৃত্যুর পূর্বে আমি আমার মেয়েকে জীবিত অবস্থায় একবার দেখতে চাই।”
কাউলিবেড়া কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন খান বলেন, “আজ প্রায় ১০ দিন যাবৎ অনন্যা আক্তার নামে আমাদের গ্রামের একটি মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মেয়েটি মাদ্রাসায় পড়াশোনা করত। তাকে জীবিত এবং সুস্থ অবস্থায় ফেরত পেতে সবার সহযোগিতা চাই।”
সংস্কৃতি কর্মী জাফর ইকবাল আকাশ বলেন, নিখোঁজ অনন্যা আক্তার অত্যন্ত সহজ, সরল স্বভাবের ছিল। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ির সকলে তার শোকে ভেঙে পড়েছে। কোনও অশুভ শক্তি এ কাজ করে থাকতে পারে। তিনি প্রশাসনের কাছে মেয়েটিকে উদ্ধারের ব্যাপারে সহযোগিতার আহ্বান জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারী নিখোঁজ ছাত্রী অনন্যা আক্তারের চাচা শাহ আলম বলেন, “গত ১০ দিন যাবত আমার ভাতিজি নিখোঁজ রয়েছে। আমার ভাই বাজারে মাছ বিক্রি করে সংসার চালান। মেয়েটিকে হারিয়ে আমাদের পরিবারের সবাই বিধ্বস্ত। কিছুদিন আগে আমার ভাই তারা মিয়ার ছেলেটি গাছ থেকে পড়ে মারা গেছে। অনন্যাই ছিল তাদের পরিবারের ভরসা। আমরা মেয়েটিকে জীবিত উদ্ধার চাই।”
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি বৃহস্পতিবার ভাঙ্গা থানায় ওই ছাত্রী নিখোঁজের বিষয়ে মেয়েটির পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। মেয়েটি কাউলিবেড়া গ্রামের দারুসু সুন্নাহ কওমী মাদ্রাসায় পড়াশুনা করতো।
এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোকছেদুর রহমান বলেন, অনন্যা আক্তার নিখোঁজ হওয়ার ঘটনার একটি অভিযোগ পেয়েছি। মেয়েটিকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/একেএ