পার্বত্যাঞ্চলে স্বাস্থ্যখাতে দুর্নীতি-অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য ড. আবু মোহাম্মদ জাকির হোসেন।
তিনি বলেন, বিগত সরকারের আমলে যারা যারা অনিয়ম-দুর্নীতি করে স্বাস্থ্যখাতের দুরাবস্থা করেছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তাই স্বাস্থ্যখাতকে পুরোপুরি ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে পাহাড়ের সুবিধাবঞ্চিত মানুষকে উন্নত চিকিৎসা সেবা প্রদান করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। একই সাথে দ্রুত সংস্কারের মাধ্যমে স্বাস্থ্যখাত উন্নত করা হবে।
বুধবার দুপুর ১২টায় রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে স্বাস্থ্যখাতে সংস্কার বিষয়ে বিভিন্ন অংশীজনের সাথে মতবিনিময় সভায় স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য ড. আবু মোহাম্মদ জাকির হোসেন এসব কথা বলেন।
রাঙামাটি জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহর সভাপতিত্বে এতে স্বাস্থ্যখাতে সংস্কার কমিশনের সদস্য ড. আবু মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক ডা. মো. মোজাহেরুল হক, অধ্যাপক ডা. সায়েবা আক্তার, অধ্যাপক ডা. নায়লা জামান খান, অধ্যাপক ড. সৈয়দ মো. আকরাম হোসেন, ড. আজহারুল ইসলাম খান ও ড. আহমদ এহসানুর রহমান উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই