খাগড়াছড়ির গুইমারা বাজার মাঠে ফুটবল বাঁশুরী টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার মারমা ছাত্র ঐক্য পরিষদ ও গুইমারা বাজার ব্যবসায়ী দলের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়।
ট্রাইবেকারে চূড়ান্ত খেলায় চ্যাম্পিয়ন হন গুইমারা বাজার ব্যবসায়ী দল। এ টুর্নামেন্টে ১৬টি দল অংশ নেন। হাজারো দর্শকের উপস্থিতিতে এ টুর্নামেন্টে পুরস্কার বিতরণ করেন খাগড়াছড়ির সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘পাহাড়ে সম্প্রীতি বজায় রাখা যুব সমাজকে শরীর ও মনন বিকাশে গড়ে তোলার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশারফ হোসেন অনিমেষ চাকমাসহ গণ্যমান্য ব্যক্তি ও অনেক দর্শক উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ