গাইবান্ধায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় বাস টার্মিনাল ইউনিটের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে বাস টার্মিনাল চত্ত্বরে এ পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনাল ইউনিটের সভাপতি মোস্তফা কামাল রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদার রহমান রতনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন শ্রমিক দলের জেলা সভাপতি অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু। এতে বিশেষ বক্তা ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এসএম হুনান হক্কানী। এছাড়াও বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীম, সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক ইমাম হাসান আলালসহ অনেকেই। শেষে শ্রমিক দলের কেন্দ্রীয় বাস টার্মিনাল ইউনিটের সদস্যদের সবার সামনে পরিচিত করা হয়।
বিডি প্রতিদিন/এএ