নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান ও ত্রাণ বিতরণ করা হয়েছে। জেলার সদর, সুবর্ণচর, কোম্পানীগঞ্জ ও বেগমগঞ্জের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারের মাঝে এই আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা রিলিজিওন ফর পিস এর উদ্যোগে শনিবার (২৫ জানুয়ারি) বিকালে নোয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে এই আর্থিক অনুদান প্রদান করা হয়।
এসময় সংগঠনের প্রোগ্রাম ও অর্ডিনেটর ড. আমান উল্লাহ খান, সংগঠনের সহ-সভাপতি তরুন তপন চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক নদীয়া আফরিন, কোষাধক্ষ্য অঞ্জন দাস, সাংগঠনিক সম্পাদক আহমদ সেলিম রেজা, নোয়াখালী প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ ও সাংবাদিক সাজ্জাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ