ঠাকুরগাঁওয়ে জাতীয় ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ (বালক-বালিকা) এর বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। আজ শনিবার বিকেলে জেলা স্কুল বড় মাঠে খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে এই পুরস্কার তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সরদার মোস্তফা শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার মনিরুজ্জামান।
খেলায় অনূর্ধ্ব-১৭ বালক দলে সদর উপজেলাকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পৌরসভার দল। অপরদিকে অনূর্ধ্ব বালিকা দলে সদর উপজেলাকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে রাণীশংকৈল দল।
এর আগে গত বৃহস্পতিবার নতুন বাংলাদেশ গড়ার লক্ষে দেশব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপনের অংশ হিসেবে এই খেলার উদ্বোধন করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ