রাঙামাটিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটি সদর সেনা জোন মাঠ উৎসবমুখর হয়ে উঠেছে। জেলার ১০টি উপজেলার ২৪টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীন টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে রাঙামাটি কাপ্তাই ও নানিয়ারচর উপজেলার বালক ও বালিকা দলের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় নানিয়ারচর বালিকা দল কাপ্তাই বালিকা দলকে ৩-০ গোলে হারিয়ে জয়লাভ করে। অন্যদিকে, বালকদের ম্যাচে নানিয়ারচর বালক দল কাপ্তাই বালক দলকে ২-১ গোলে পরাজিত করে।
এই টুর্নামেন্টে জেলার বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপির সহ সভাপতি মো. আব্দুল মন্নান, যুগ্ম সম্পাদক মো. শফিকুল ইসলাম চৌধুরী, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য এ্যাডভোকেট মো. হারুন অর রশিদসহ অনেকেই খেলা উপভোগ করেন।
বিডি প্রতিদিন/আশিক