বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর দশম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় আরাফাত রহমান স্মৃতি সংসদের উদ্যোগে শহরের পূর্বখাবাসপুর মোড় থেকে একটি শোক র্যালি বের করা হয়।
র্যালিটি থানার মোড়, জনতা ব্যাংকের মোড়, নিলটুলী হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
সংগঠনের সভাপতি সুমন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি এনামুল করিম রবিন, মো. মুছা মিয়া, মামুনুর রশিদ, মো. শফিকুল ইসলাম, বদিউজ্জামান মৃধা, মো. ফরিদ খান, জাকির হোসেন, শিশির আহমেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং আরাফাত রহমান কোকোর আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/জামশেদ