বরিশালের বাকেরগঞ্জে বাড়ির সামনের আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন বাকেরগঞ্জ থানার ওসি মো. সফিকুল ইসলাম।
নিহত স্কুল ছাত্রী জান্নাতুল ফেরদৌস (১৪) ঐ এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে। সে আমেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় টিভির দেখার উদ্দেশ্যে ঘর থেকে বের হয় জান্নাতুল। এরপর থেকে তার কোন খোঁজ ছিল না। বুধবার সকালে বাড়ি থেকে তিনশ গজ দূরত্বে আম গাছে তার লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
শিশুটির বাবা দেলোয়ার হোসেন বলেন, জান্নাতুল প্রতিদিন সন্ধ্যার পর পাশের বাড়িতে টিভি দেখতে যায়। সন্ধ্যার পর ঘরে না আসায় ভেবেছি, টিভি দেখতে গেছে। গভীর রাত পর্যন্ত না ফিরে না আসায় অনেক খোজাখুজি করেও পাওয়া যায়নি।
ওসি সফিকুল ইসলাম বলেন, আপাতত এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/মুসা