সেবার মান উন্নয়নের জন্য সেবা গ্রহীতাদের অংশগ্রহণে পিরোজপুরে বিআরটিএ অফিসে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পিরোজপুর বিআরটিএ এর সার্কেল অফিসে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
বিআরটিএ সার্কেল সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন পিরোজপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ, পিরোজপুর জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফরিদ শেখ ও পিরোজপুর জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতির প্রশাসনিক কর্মকর্তা মাহমুদ হাসান আবুল।
গ্রাহকদের প্রশ্নোত্তরে মাহফুজুর রহমান জানান, বিআরটিএ ভবনে স্থাপিত সার্ভার ও আইএস সচল হওয়ায় বিআরটিএ এর রেজিস্ট্রেশন, মালিকানা বদলি, ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা গ্রহণ, অগ্রিম আয়কর দেওয়াসহ মোটরযান সংক্রান্ত সব সেবা কার্যক্রম যথাযথভাবে দেওয়া হচ্ছে।
ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা, রেজিস্ট্রেশন ও মালিকানা বদলিসহ বিভিন্ন কার্যক্রম দ্রুত সময়ের নিষ্পত্তি করা এবং এ কার্যক্রমগুলো অরো সহজতর হওয়ায় অনুষ্ঠানে উপস্থিত গণপরিবহন সংগঠনের প্রতিনিধিবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। এ সময় তারা বিআরটিএ অফিস এলাকাকে দালালমুক্ত করারও আহ্বান জানান।
বিডি প্রতিদিন/মুসা