‘বাংলাদেশ জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়ন শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাতে খোয়াজপুর ইউনিয়ন শাখার শ্রমিক দলের আয়োজনে পখিরা টোলপ্লাজা এলাকায় এই কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বিকাল থেকেই শ্রমিক দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভায় অংশগ্রহণ করেন। সভায় সদর উপজেলা শাখার শ্রমিক দলের আহ্বায়ক মো. সেলিম মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান, জেলা মুক্তিযোদ্ধাদলের আহ্বায়ক মো. ইউনুছ শিকদার, জেলা শ্রমিক দলের সভাপতি আলাউদ্দিন নপ্তি, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আকমাল খান, জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মো. সালাউদ্দিন বেপারী, খোয়াজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজ্বী জাহাঙ্গীর ফকির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকিল মুন্সী, সদর উপজেলার শ্রমিক সদস্য সচিব মো. জাকির হোসেন উল্লাহসহ জেলা-উপজেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ‘শ্রমিক দলের নেতাকর্মীরা সব সময় ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করে। বিগত স্বৈরাচারী সরকার শেখ হাসিনা বিভিন্নভাবে জেল-জুলুম অত্যচার করেছে। তারপরেও শ্রমিক দলকে দমিয়ে রাখতে পারেনি। আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচার সরকারকে পতন করতে সক্ষম হয়েছে দলটি। ছাত্রলীগ তার কর্মকাণ্ডের জন্য নিষিদ্ধ হয়েছে। দেশের মানুষের গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করেছে স্বৈরাচার শেখ হাসিনার সরকার। তাদেরও রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে। তা হলেই সাধারণ মানুষ ভোটাধিকার ফিরে পাবে।’
বিডি প্রতিদিন/জামশেদ