"প্লাস্টিক পলিথিন দিন উপহার নিন"-এই প্রতিপাদ্যে প্লাস্টিক কালেকশন বুথ চালু করেছে জেলা প্রশাসন ও পৌর প্রশাসন। আজ মঙ্গলবার সকাল ১০টায় মাগুরা পৌরসভা প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খুলনা কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার( সার্বিক) মো. হুসাইন শওকত।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মো. আব্দুল কাদের। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে কালেকশন বুথের আয়োজন করে জেলা প্রশাসন ও পৌর প্রশাসন।
উদ্বোধন শেষে প্লাস্টিকের বোতল বুথে জমা দেওয়ার পর বিভিন্ন রকম গাছ, চকলেট, সাবানসহ নানা উপহার দেওয়া হয় । উদ্বোধনকালে বক্তারা বলেন, প্লাস্টিকের ব্যবহারকে নিরুৎসাহিত করতে এ কার্যক্রম শুরু করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ