মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন বলেন, দেশ সংস্কারের নামে নির্বাচনে বিলম্ব করা যাবেনা। চলতি বছরের ৫ আগস্ট জাতীয় নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক সরকারের হাতে দেশ পরিচালনার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক।
আজ সোমবার দুপুরে মেহেরপুরের গাংনীতে উপজেলা ও পৌর বিএনপির যৌথ কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
তিনি বলেন, 'স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে কাঁটাতারের বেড়া ধরে দাঁড়িয়ে আছেন ও দেশে বিশৃঙ্খলা সৃস্টি করার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। ১৭ বছরের নির্যাতন সহ্য করা মানুষ এখন স্বস্তিতে কথা বলতে পারছে। আমরা সে সুযোগ হাত ছাড়া করতে চাই না।'
মিল্টন বলেন, '২০১৮ সালের নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীকে তাদের সঠিক দায়িত্ব পালন করতে দেয়নি শেখ হাসিনা। আগের সেই সেনাবাহিনী স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের সহযোগিতা করে দেশ উদ্ধার করে বিপদগ্রস্ত মানুষের আস্থা অর্জন করেছেন।
তিনি আরও বলেন, আগস্টের পরে এক শ্রেণির সুযোগ সন্ধানীরা লুটপাট চালিয়ে দলের মান ক্ষুণ্ন করেছেন। দল তাদের চিহ্নিত করেছে। বিএনপি লুটপাট রাজনীতি বিশ্বাস করেনা। দলের মধ্যে অনুপ্রবেশকারীদের দমাতে এবং দলে বিভেদ সৃস্টি কারীদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেবে দেশ নায়ক তারেক রহমান।
গাংনী কেন্দ্রীয় ইদগাহ ময়দানে যৌথ কর্মী সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভােকেট কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম ও ফয়েজ মোহাম্মদ প্রমুখ।
বিডি প্রতিদিন/মুসা