জলবায়ু পরিবর্তনে বৈশ্বিক চ্যালেঞ্জ (গ্লোবাল কনক্লেভ অন ক্লাইমেট চেঞ্জ) প্রতিযোগিতায় চার দেশের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আব্দুল্লাহ আল আবিদ। সে পৌর শহরের কাঁটাবাড়ী গ্রামের হোমিও চিকিৎসক সোলায়মান মন্ডল ও আয়েশা সিদ্দিকা দম্পতির ছোট ছেলে। আব্দুল্লাহ আল আবিদ সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ইংলিশ ভার্সনের শিক্ষার্থী। সে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী।
জানা যায়, গত ৩১ ডিসেম্বর নেপালের কাঠমন্ডু শহরের পোখরায় অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বৈশ্বিক সম্মেলনে জলবায়ু পরিবর্তনে বৈশ্বিক চ্যালেঞ্জ প্রতিযোগিতায় চার দেশের মধ্যে তাকে চ্যাম্পিয়ন ঘোষণা করে মেডেল পরিয়ে দেন যুক্তরাষ্ট্রের রক হিল উইনথ্রপ ইউনিভার্সিটির প্রফেসর ডাঃ মার্শাল জি জোন্স।
সম্মেলনে ভারত, বাংলাদেশ, জিয়তগ্রাম ও নেপালসহ চার দেশের মধ্যে বাংলাদেশের ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন। সেখানে বিভিন্ন দেশের প্রতিনিধি, বিশেষজ্ঞ, বিজ্ঞানী, এবং নীতিনির্ধারকরা একত্রিত হয়ে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে আলোচনা করেন।
এরআগে গত আক্টোবর মাসে দেশে জেলা ভিত্তিক প্রতিযোগিতায় প্রথম, এরপর বিভাগীয় প্রতিযোগিতায় প্রথম এবং সর্বশেষে ঢাকা ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ফাইনাল প্রতিযোগিতায় সারাদেশে তৃতীয় স্থান অধিকার লাভ করে আবিদ। পরে নেপালের পোখরায় অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বৈশ্বিক সম্মেলনে জলবায়ু পরিবর্তনে বৈশ্বিক চ্যালেঞ্জ প্রতিযোগিতায় মনোনিত হয়। সেখানে চার দেশের মধ্যে বাংলাদেশের ৩০০ জন অংশগ্রহনকরাী শিক্ষার্থীর মধ্যে তাকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
শিক্ষার্থী আব্দুল্লাহ আল আবিদ বলেন, আমার বাবা মার জন্যই এই সফলতা অর্জন সম্ভব হয়েছে। তাদের উৎসাহ এবং সহযোগিতার জন্য এই সফলতা অর্জন করতে পেরেছি। আগামীতে যেন আরও ভালো কিছু করতে পারি সে জন্য জন্য সবার দোয়া চাই।
বিডি প্রতিদিন/এএ