গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অবস্থিত বিচ ভ্যালি, কিংশুক এবং সায়রি ইকো রিসোর্টে অগ্নিকাণ্ড হয়।
তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে অগ্নি নির্বাপণের কাজ শুরু করে বাংলাদেশ নৌবাহিনী। পরবর্তীতে নৌ সদস্যদের সাথে যুক্ত হয় কোস্ট গার্ড, বিজিবি ও পুলিশ সদস্যরা।
নৌবাহিনী, কোস্ট গার্ড, বিজিবি ও পুলিশের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সেন্টমার্টিনে তিনটি রিসোর্টের ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনা হয়। নৌবাহিনীর সাবমারসিবল পাম্পসহ বিভিন্ন ফায়ার ফাইটিং ইকুইপমেন্টের মাধ্যমে প্রায় ৩ ঘণ্টার অক্লান্ত প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় নৌবাহিনী আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি রিসোর্টগুলোতে অবস্থানরত পর্যটকদের নিরাপদ স্থানে স্থানান্তরিত করে।
উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা অগ্নিনির্বাপণের ওপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হওয়ায় জাতীয় প্রয়োজনে অগ্নিনির্বাপণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অগ্নিনির্বাপণসহ যে কোনো দুর্যোগে বাংলাদেশ নৌবাহিনী সর্বদা সহায়তা করে আসছে।
বিডি প্রতিদিন/জুনাইদ