তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে 'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস, মুন্সিগঞ্জ কর্তৃক আয়োজিত প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)- ২০২৪ এর জেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৪টি স্কুল থেকে বালক ও বালিকা শাখার খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দুটি দল বিজয়ী হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি ফাতেমা তুল জান্নাত বিজয়ীদের মাঝে ক্রেস্ট তুলে দেন।
বালিকা বিভাগ শ্রীনগরের শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪ গোল করে বিজয়ী হয়েছেন। তাদের সাথে মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা শাখা খেলে ০ গোলে পরাজিত হয়। অপরদিকে বালক বিভাগ থেকে মুন্সীগঞ্জ সদরের মাঠপাড়া সরকারি প্রথমিক বিদ্যালয় ০১ গোল করে বিজয়ী হয়েছেন। অপরদিকে গজারিয়ার ৮নং বড়রায়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ০ গোলে পরাজিত হয়েছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন