রাঙামাটিতে রিজিয়ন টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সকাল ১০টায় রাঙামাটি রিজিয়নের পৃষ্টপোষকতা ও জেলা ক্রিড়া সংস্থার ব্যবস্থাপনায় মারি স্টেডিয়ামে এ টুর্ণামেন্ট উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ।
এসময় রাঙামাটি সদর সেনা জোনের কমান্ডার লে. কর্ণেল এরশাদুল হোসেন চৌধূরী, রাঙামাটি সেনা রিজিয়নের লে. কর্ণেল মো. মাহাতাব, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ মামুন ও রাঙামাটি জেলা ক্রিয়া সংস্থার অফিস সচিব মো. আব্দুল করিম লালু উপস্থিত ছিলেন।
রাঙামাটি জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ বলেন, তারুণ্যের উৎসব শুরু হয়েছে। তরুণ প্রজন্মকে উন্নয়নের দিকে অগ্রসর করতে খেলার বিকল্প নেই। বিশেষ করে তরুণ সমাজকে বিকাশিত করতে এ পাহাড়ি অঞ্চলে আমরা তারুণ্যের উৎসব শুরু করেছি। শুধু রিজিয়ন টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট নয়। তরুণদের জন্য রয়েছে অর্ধমাসব্যাপী নানা আয়োজন। খেলাধুলায় তরুণদের উৎসাহীত করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
রাঙামাটি সদর সেনা জোনের কমান্ডার লে. কর্ণেল এরশাদুল হোসেন চৌধূরী বলেন, রিজিয়ন টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর মধ্য দিয়ে পাহাড়ের জাতিগত সম্প্রীতি আরও উন্নত হবে। খেলাধুলার সাথে থাকলে যুব সমাজ ত্বরানিত হবে। মাদক, সন্ত্রাস ও অপরাধ জনিত কর্মকাণ্ড থেকে বিরত থাকবে।
রাঙামাটি রিজিয়ন টি-২০ ক্রিকেট টুর্নামেন্টকে দু’টি গ্রুপে বিভক্ত করা হয়েছে ‘ক’ গ্রুপে খেলবেন- ভোলকান ক্লাব, বুড়িঘাট ইয়ুথ ক্লাব, এডিসিহিল ওয়ারিয়র্স, ফ্রেন্ডর্স-২২ লিমিটেড, হিস্টোরি ক্রিয়েটর্স, সোনালী স্পোটিং ক্লাব, হিল ক্রিকেট একাডেমী, পাইওনিয়ার ক্লাব ও ক্লাব আরজিটি। এছাড়া ‘খ’ গ্রুপে খেলবেন- ইয়াং রাঙামাটি, টিম লিজেন্ডস, আনসেপারেটেড ক্লাব, বাংলা বয়েজ, স্পোটিং ক্লাব, আগামী সংঘ ক্লাব, রাইজিং ক্রিকেটার্স একাডেমী, আরাফাত রহমান কোকো ক্রিড়া সংসদ, ভিক্টোরি ক্রিকেট ক্লাব ।
বিডি প্রতিদিন/আশিক