রাঙামাটি মেডিকেল কলেজের একটি হলের নাম শহীদ মনির নামে নামকরণ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সংগঠনটির উদ্যোগে রাঙামাটি মেডিকেল কলেজের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের জেলা সভাপতি তাজুল ইসলাম তাজের সভাপতিত্বে এতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবর রহমান, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙামাটি জেলার উপদেষ্টা কামাল উদ্দিন, পৌর সাধারণ সম্পাদক হিরু তালুকদার বক্তব্য রাখেন।
মাববন্ধনে বক্তারা বলেন, ২০১৫ সালের ১০ জানুয়ারি রাঙামাটি মেডিকেল কলেজ উদ্বোধনের চরম বিরোধীতা করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস। তাই মেডিকেল কলেজ উদ্বোধনের দিন আনন্দ শোভাযাত্রায় হামলা চালায় সংগঠনটি। এ সময় শিক্ষার্থী মনির হোসেন নিহত হয়। কিন্তু নিহত মনিরের পরিবারকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে কোন সাহায্য দেওয়া হয়নি। পুনঃবাসন করা হয়নি তার পরিবারকে। তাই পার্বত্যবাসীর একমাত্র দাবি যে মেডিকেল কলেজের জন্য মনির আত্মত্যাগ করেছে সেই রাঙামাটি মেডিকেল কলেজের একটি হলের নাম যেন শহীদ মনিরের নামে নামকরণ করা হয়।
অবিলম্বে রাঙামাটি মেডিকেল কলেজের হলের নাম শহীদ মনির নামে নামকরণ করার জন্য বর্তমান প্রধান উপদেষ্ঠার কাছে দাবি জানান রাঙামাটির স্থানীয় বাসিন্দারা।
পরে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা।