চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে মাগুরায় নিহত ‘শহীদ’ মেহেদী হাসান রাব্বির সদ্য ভূমিষ্ট কন্যা সন্তানের খোঁজ-খবর নিতে তার পরিবারের সাথে দেখা করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।
আজ সোমবার সকালে ‘শহীদ রাব্বির’ বাড়ি মাগুরা শহরের বরুনাতৈল গ্রামে যান দলটি। প্রতিনিধি দলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
এ সময় আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মোমিন মিথুন। মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহিমসহ বিভিন্ন পর্য়ায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, এভাবে প্রতিটি নির্যাতিত মানুষের কাছে যাচ্ছি আমরা। আমি মনে করি যারা এখন ক্ষমতায় আছে তাদের মাধ্যমে একটি সেল গঠন করে নির্যাতিতদের পাশে দাঁড়ানো উচিত। যেখানে একটা লোক হাসপাতালে থাকার পরেও মৃত্যুবরণ করে সেখানে উচিত ছিল প্রয়োজনে আহতদের বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা। সেখানে সংশ্লিষ্টদের ব্যর্থতা লক্ষ্য করছি। অনেক পরিবার আছে যাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মারা গেছেন। তাদের পাশে দাঁড়ানোর মতো সক্ষমতা এই সরকার দেখাতে পারছে না। কিন্তু বিএনপি সেটা করছে।’