বিভিন্ন গ্রামের ৬ শতাধিক প্রবীণকে নিয়ে পঞ্চম ‘মুরুব্বিদের মিলনমেলা’ অনুষ্ঠিত হয়েছে মেহেরপুরের মনোহরপুর ভৈরব নদ প্রাঙ্গণে। বিভিন্ন গ্রামের মুরুব্বিরা কেউ লাঠিতে ভর করে, কেউ ইজিবাইকে, কেউবা বাইক চালিয়ে সোমবার সকালে মনোহারপুরের ভৈরব নদপ্রাঙ্গণে জড়ো হন। সকালে তাদের দেওয়া হয় চিড়া, দই, গুড়, মিষ্টির নাস্তা। দুপুরে সাদা ভাত, খাসির মাংস, সবজি, ডাল।
মনোহরপুর স্বেচ্ছাসেবক কমিটির উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হয়। সকালে প্রথম পর্বে মিলন মেলার সভাপতি মো: আক্কাস আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মেলার সাধরণ সম্পাদক মো: জাফর উল্লাহ, ডা. গাজিউর রহমান প্রমুখ। এরপর উন্মুক্ত আলোচনায় কে কেমন আছেন, শিশুকাল, যুবককাল ও বর্তমান কাল নিয়ে স্মৃতিচারণ কথা। ২য় পর্বে গজল, বালিশ ছোড়া, হাড়িভাঙ্গাসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগেতার আয়োজন করা হয়।
জোহরের নামাজ শেষে দেওয়া হয় দুপুরের খাওয়া।
কুলবাড়িয়া থেকে তিন কিলোমিটার দূরের কুতুবপুর থেকে লাঠিতে ভর করে এই মেলায় আসা এক প্রবীণ বলেন, বয়সের ভারে চলতে পারি না। তারপরেও সমবয়সীদের মিলনমেলায় হাজির হওয়ার জন্য লাঠিতে ভর করে চলে আসি। দেখা হয় কতজনের সঙ্গে। খুব ভালো লাগে।
অন্যতম আয়োজক মো: আক্কাস আলীর জানান, মানুষের বয়স হলে অবহেলা আর অনাদরে কাটে। তাদের একটি দিনের জন্য হাসিমুখ দেখতে, প্রবীণদের একাকিত্ব দূর করতেই গত ৫ বছর ধরে বছরে একবার এমন আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/নাজমুল