মাদারীপুরে দুটি স্কুলের বহুতল ভবন নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ পরিপ্রেক্ষিতে গতকাল অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। স্কুল দুটি হলো রাজৈর উপজেলার লুন্দি গ্রামের মালেক মিয়া মেমোরিয়াল উচ্চবিদ্যালয় ও সদর উপজেলার এমএল উচ্চবিদ্যালয়। মঙ্গলবারের অভিযানে নেতৃত্ব দেন দুদক মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আখতারুজ্জামান। তিনি জানান, নির্মাণ কাজে গুরুতর দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। মালেক মিয়া মেমোরিয়াল উচ্চবিদ্যালয় ভবনে পাইলিং ৭০ ফুট দেওয়ার কথা কিন্তু দেওয়া হয়েছে ৩০ ফুট। টেন্ডারে ৫৪টি পাইলিং থাকলেও করা হয়েছে ৪৯টি। এ ছাড়া বিভিন্ন অভিযোগ উঠেছে।