ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে মিলি আক্তার (৩৩) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া গ্রামে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেসে কাটা পড়ে তিনি নিহত হন। মিলি ওই গ্রামের সৌদিপ্রবাসী আনোয়ার কাজীর স্ত্রী। ভাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শওকত হোসেন বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’