পাবনার বেড়া উপজেলার তারাপুর গ্রামে মসজিদ নির্মাণ নিয়ে সংঘর্ষে আহত আরও একজন মারা গেছেন। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় নিজামুদ্দিন মোল্লা (৫০) নামের এ ব্যক্তি মারা যান। তিনি নতুন মসজিদের পক্ষের সমর্থক ছিলেন। এ নিয়ে সংঘর্ষে প্রাণ গেল দুজনের। লাশের ময়নাতদন্ত শেষে গতকাল সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
বেড়া মডেল থানার ওসি ওলিউর রহমান বলেন, প্রথম মৃত্যুর পর গ্রামে উত্তেজনা ছড়ায়। আর মারা যেতে পারে সেই শঙ্কা থেকে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।
পুলিশ, পারিবার ও স্থানীয় সূত্র জানায়, ২৫ জুলাই সংঘর্ষের সময় গুরুতর আহত হন নিজামুদ্দিন মোল্লা। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই তারাপুর গ্রামের পুরোনো ও নতুন দুটি মসজিদ নিয়ে বিরোধ চলছে। ২৫ জুলাই নতুন মসজিদের বারান্দা নির্মাণ শুরু হয়। এ নিয়ে দুই পক্ষে সংঘর্ষ বাধে।