মেহেরপুরে মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের খাদ্যপণ্য বিক্রির দায়ে নিউ বোম্বে বেকারি অ্যান্ড সুইটসকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান চালিয়ে এ জরিমানা করেন। ভোক্তার সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, যাদুবপুর রোডের নিউ বোম্বে বেকারি অ্যান্ড সুইটসের কিছু খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণের অভাব ছিল।
অনেক পণ্যের মেয়াদও উত্তীর্ণ হয়ে গেছে। এসব অপরাধে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আবুল কালাম আজাদকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।